এস এম জাকির হোসেন \ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল প্রাঙ্গনে স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র স্কুল এন্ড কলেজের সহ-প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা এবং ইংলিশ ভার্সনের সকল শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামালউদ্দীন ফারুকী, শিক্ষা পরিচালক ড.শেখ সামসুজ্জামান, অন্যতম পরিচালক বাহাউদ্দিন ফারুকী, ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শাহানা হাশিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবক ও অতিথিবৃন্দ পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন আরো সুন্দর ফলাফল অর্জন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।