এস এম জাকির হোসেন ॥ সাতক্ষীরা-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি রবিবার দুপুর ২টায় সাতক্ষীরা সদরে প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে সংসদ সদস্য এর নিজস্ব বাসভবনে অত্র স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন এর সভাপতিত্বে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে ফুলের মাল্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি শেখ আজহার হোসেন, উপ-পরিচালক বাহাউদ্দীন ফারুকী, একাডেমিক ইনচার্জ মোঃ আকতার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ।