মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

এস এম জাকির হোসেন ॥ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতি বছরের ন্যায় এ বছরেও দুই দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি বৃন্দ বর্ণাঢ্য এই আয়োজন ঘুরে ঘুরে দেখেন ও তাদের পছন্দ মত পিঠা উৎসবের খাবার গ্রহণ করেন। এ সময় দৃষ্টিনন্দন এক উৎসব ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম গোলাম আযম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক কামাল উদ্দিন, আলাউদ্দীন ফারুকী প্রিন্স ও বাহাউদ্দিন ফারুকী, সহ-প্রধান শিক্ষক আকতার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, সাহানা হাসিম, তারিনা তাজরিন, তামান্না আফরোজ সহ অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পিঠা উৎসবের বিভিন্ন খাবারের এত সুন্দর আয়োজন করায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেই পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতি বছর এরূপ বর্ণাঢ্য আয়োজন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com