স্টাফ রিপোর্টার \ ‘মিলন হবে কত দিনে?’ এটি অতি পরিচিত একটি গানের কোলি। আর এই গানের কোলির মতই দীর্ঘ বাইশ বছর পর একত্রিত হলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিএন হাইস্কুলের এসএসসি ’৯৯ ব্যাচ। আর এই ’৯৯ ব্যাচকে একত্রিত করার পিছনে নিরলস পরিশ্রম করেছে ফরহাদ, রিয়াজুল, সাইফুর, মাসুদ সহ কয়েকজন। তাদেরই প্রচেষ্টায় শুক্রবার সাতক্ষীরার মোজাফ্ফার গার্ডেনে দিনভর ছিল এসএসসি ’৯৯ ব্যাচের আনন্দ উৎসব আর উচ্ছ¡সিত একটি স্মৃতিময় দিন। সবাই যেন হারিয়ে গিয়েছিল শৈশবের সেই রঙ্গীন জীবনে। দীর্ঘদিন পর পুরাতন বন্ধুদের দেখা পাওয়ায় একে অপরের সাথে কুশল বিনিময় সহ সৃষ্টি হয় আনন্দময় মূহুর্ত। “বন্ধুর জন্য বন্ধু’’ এই শ্লোগানে মধ্যাহ্ন ভোজের পরে একটি সংক্ষিপ্ত পরিচিতি ও আলোচনার আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। আলোচনায় মানবতার জন্য অনুদান ও সাংগঠনিক রূপদান করার প্রতিশ্র“তির মাধ্যমে শেষ হয় এই মিলন মেলা। এ সময় উপস্থিত ছিল ফরহাদ হোসেন, আজমল হোসেন শিমুল, রিয়াজুল ইসলাম, সাইফুর রহমান, শাহিনুর রহমান গোল্ডেন, মেহেদী হাসান সানি, শেখ সাহিদুজ্জামান লালন, জহির আব্বাস লাকি, রুহুল কুদ্দুস, তুহিন ফরাজি, সাঈদ, মাসুদ, রানা, আহম্মাদ, রাজু, দীপঙ্কর, বেলাল, শাকিল, রবি, রুহুল আমিন, বাবলু, আকাশ, ফয়সাল, সহ সকল বন্ধুরা উপস্থিত ছিল। উলেখ্য, পিএন হাইস্কুলের এসএসসি ১৯৯৯ ও ২০০০ সালের দুই ব্যাচের সমন্বয়ে বন্ধু মিলন মেলার আয়োজন করা হয়।