স্টাফ রিপোর্টার ঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক বরেণ্য খেলোয়াড় সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদরুল ইসলাম খানের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে শোক সভা উদযাপন কমিটির আহবায়ক আহম্মদ আলী সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পিকে ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মোমেন খান চৌধুরী (মন্টু) প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুলাহ, অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশারাফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম খান, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি শেখ নাসেরুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, শোক সভা কমিটির সদস্য সচিব মোঃ ইকবাল জমাদ্দার সহ মরহুমের পরিবারের সদস্য সহ ক্রীড়া সংস্থা ও পিকে ক্লাবের সদস্য উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম হাফেজ শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাতীয় পুরুস্কার প্রাপ্ত তৈয়েব হাসান বাবু।