স্টাফ রিপোটার ॥ সাতক্ষীরা পি এন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-শিক্ষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় পিএন হাই স্কুলের হল রুমে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি বিভাগে কম্পিউটার ল্যাবে নতুন কম্পিউটার সংযোজন উপলক্ষে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শঙ্কর প্রসাদ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ ও পিএন হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর আমানুল্লাহ আল হাদী। ছাত্র-ছাত্রীরা সাধারণ বিষয়গুলো অধ্যয়নের পাশাপাশি প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তির দক্ষতা উন্নয়ন করে বেকারত্ব দূর করা সম্ভব। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মাদ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র, রায় চৌধুরী, রাবেয়া খাতুন, প্রভাষক শফিউল ইসলাম, অফিস সহায়ক মোঃ আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদ্যোক্তা উন্নয়ন বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা, কম্পিউটার বিভাগের প্রভাষক মোঃ শাহীন সুমন সহ শিক্ষক শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সহকারী জাহাঙ্গীর আলম।