স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন, ডিআইও—১ মোঃ ফারুক হোসেন, ডিবির ওসি মোঃ নিজামুদ্দিন মোল্লা প্রমূখ। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের বিভিন্ন পদমর্যাদায় সদস্যদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর সাতক্ষীরা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, ডিবির ওসি মোঃ নিজামুদ্দিন মোল্লা, ডি আই ও—১ মোঃ ফারুক হোসেন প্রমূখ। এছাড়া সকল থানার অফিসার ইনচার্জরাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অপরাধ পরিসংখ্যান, আইন—শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইন প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।