স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে চত্ত্বরে গতকাল সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ছাত্রছাত্রীদেরকে নিয়মিত স্কুলে আসতে হবে। মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ছাত্রছাত্রী যাতে নিয়মিত পড়াশুনা করে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় প্রতিবছর ভাল ফলাফল অর্জন করে। আগামীতে ফলাফলের এই ধারা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, টিআই শ্যামল কুমার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক রাবেয়া খাতুন, মনোরঞ্জন মন্ডল, অরুন কুমার ঘোষ, রীনা ব্যানার্জী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মীর রফিউল ইসলাম।