স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন,বেলুন ফেস্টুন ও কবুতর উড়ানোসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের নেতৃত্বের বিকাশ ঘটে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একে অপরকে চেনা যায়। খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়, খেলাধুলায় অংশগ্রহণ করাই বড় কথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা: রোকেয়া আখতার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক, ক্রীড়া শিক্ষক ইমরান ফকির প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।