স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন পুলিশ সুপার ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এসময় তিনি বলেন শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবেনা। লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলার প্রতি উৎসাহিত করতে হবে। পুলিশ প্রতি উৎসাহিত করতে হবে। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে সাফল্য রয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক শিক্ষার্থী সকল কে আরো আন্তরিক হতে হবে। আজকের প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীরা আগামীতে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট (পুলিশ সুপার) মো: বেলাযেত হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিুকল ইসলাম, টিআই শ্যামল কুমার চৌধুরী। এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মীর রফিউল ইসলাম ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাক। উল্লেখ্য স্কুলে দৌড়, মোরগ লড়াই, লম্বা লাফ বিভিন্ন ইভেন্টে খেলা, এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।