স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা ৩ ইউপি চেয়ারম্যান। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎকালে বলেন, বিট পুলিশ ও গ্রাম আদালত এক সাথে কাজ করলে জেলার আইন শৃঙ্খলা সমন্বিত থাকবে। যুব সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ বন্ধ, দ্রব্যমূল স্থিতিশীল রাখার জন্য পুলিশ চেয়ারম্যানদের কাজ করার আবেদন জানান। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, মিলন, ঘোনা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল কাদের, ইউপি সদস্য আবুল বাসার প্রমুখ। এর পূর্বে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী কে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান বৃন্দ।