স্টাফ রিপোর্টার সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, সোহান সাদ্দাম, মুবাশি^র ফয়সাল, রিফাত আহমেদ, সোহাইল মাহদিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, রাষ্ট্রের সম্পদ রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। ছাত্র জনতা পুলিশের পাশে আছে। নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। তবেই দেশ দুর্নীতিমুক্ত হবে। পুলিশ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে আমরা সহযোগিতা করে যাবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আতিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালহা জুবায়ের, শোভন, সরকার, আনছার আব্দুল্লাহ, আফজাল, মোহনী তাবাসসুম, রাকিবুল, ওয়ালিউল্লাহ প্রমুখ। পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী সমাপনী বক্তব্যে বলেন, যতদিন সাতক্ষীরায় থাকব ততদিন মানুষের কল্যানে কাজ করে যাব। ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই বাংলাদেশি এটা মনে রাখব। সকলে মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা চাই সুন্দর ভাবে দেশ গড়তে। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।