স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় শুভ বড়দিন উদযাপনে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের আইন—শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, শুভ বড়দিন উদযাপনে জেলার গীর্জাসমূহ নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাবে। অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের উদ্বতন কর্মকর্তা এবং খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।