স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন দৃষ্টিপাত পরিবার। গতকাল দুপুর একটায় দৃষ্টিপাত প্রকাশক ও সম্পাদক জি.এম নূর ইসলামের নেতৃত্বে নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, চীফ রিপোর্টার মাছুদুজ্জামান সুমন, ম্যানেজার বুলবুল আহমদ উক্ত মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় এবং কোন ধরনের অপরাধ প্রবণতা দৃশ্যমান না থাকায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী দিনগুলো জেলাবাসিকে যেমন স্বস্তিতে রেখেছে আগামী দিনগুলো এমন শান্তিময় পরিবেশ প্রত্যাশা করেন। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সাতক্ষীরার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। অপরাধী এবং সমাজ বিরোধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে এ বিষয়ে কোন ছাড় নয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পুলিশ জনগণের বন্ধু এবং জননিরাপত্তায় সর্বদা কাজ করে চলেছে তা গত চার মাসে সাতক্ষীরাবাসি নিশ্চই অনুধাবন করেছে। পুলিশী হয়রানী হতে সাতক্ষীরার জনগণ মুক্ত। মতবিনিময় শেষে দৃষ্টিপাত প্রকাশনীর প্রকাশনায় “সুন্দরবনের ইতিহাস” বইটি পুলিশ সুপারকে উপহার প্রদান করা হয়।