স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত। গতকাল বেলা ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)কে সম্মাননা স্মারক তুলে দেন। জানাগেছে ডিসেম্বর ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখায় পুলিশ সুপারকে এ সম্মাননা স্মারক তুলে দেন। পুলিশ সুপার সম্মাননা স্মারক পাওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশ ও সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।