স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ৪র্থ দিনের খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স মাঠে মোটর যান শাখা বনাম জেলা বিশেষ শাখার মধ্যকার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোটরযান শাখা ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রান করে। জবাবে জেলা বিশেষ শাখা ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। উক্ত খেলায় জেলা বিশেষ শাখা বিজয়ী হয়। অপর দিকে বিকালে দেবহাটা সার্কেল বনাম পুলিশ লাইন্সের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স ১৯ ওভার ১০ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। জবাবে দেবহাটা সার্কেল ২০ ওভারে ১০ উইকেটে ১৪০ রান করে। খেলায় পুলিশ লাইন্স জয়লাভ করে। আজ সকালে রিজার্ভ অফিস বনাম জেলা গোয়েন্দা শাখা এবং অপরদিকে দুপুরে সদর সার্কেল বনাম তালা সার্কেল দলের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে।