স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর ৫ম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইনস্ মাঠে জেলা গোয়েন্দা পুলিশ বনাম রিজার্ভ অফিসের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রিজার্ভ অফিস ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান করে। জবাবে ডিবি পুলিশ ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১০৪ রান করেন। খেলায় রিজার্ভ অফিস জয়লাভ করে। অপর দিকে একই স্থানে বিকালে সদর সার্কেল ও তালা সার্কেলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সদর সার্কেল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করে। জবাবে তালা সার্কেল ১৯ ওভারে ১০ উইকেটে ১৭১ রান করে। উক্ত খেলায় সদর সার্কেল জয়লাভ করেন।