বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মুহাদ্দিস রবিউল বাসার শ্যামনগরে বিএনপি’র দু—গ্রুপের সংঘর্ষ,রণ ক্ষেএ, ১৪৪ ধারা জারী, ভাংচুর,সদস্য সচিব অবাঞ্চিত ঘোষনা,সেনা পুলিশ উপস্থিতি রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতজনিত রোগ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম রপ্তানি পণ্যে হিসেবে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য খুলনা সদর থানার ওসির অপসারণ দাবি বিএনপির হাসিনার আমলে লুট হয় ১৭ বিলিয়ন ডলার ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে ড. ইউনূস অপরাধের দায় স্বীকার না করে আ. লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে বিদায় জানালেন সহকর্মি সুধি সহ জেলার বির্শিষ্ট্য ব্যক্তিরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর আনন্দঘন বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে পুলিশ লাইনস ড্রিলসেটে আয়োজিত আবেগ, উচ্ছ্বাস, বেদনায় বিদায়ী আয়োজনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল করিম, পুনাক সভানেত্রী মরিয়ম খাতুন, বিজ্ঞ পিপি এড. আঃ লতিফ, জেলা আ’লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদি, অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি অধ্যক্ষ আবু আহমদ, কমিউনিটি পুলিশিং সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজি ফিরোজ হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, কলারোয়া আমিনুল ইসলাম লাল্টু, দেবহাটা আলহাজ্ব মুজিবর রহমান, কালিগঞ্জ সাঈদ মেহেদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, মহিলা আ’লীগ সভাপতি ও মহিলা পরিষদ সভানেত্রী জ্যোস্না আরা, জেলার বিচার বিভাগ জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সংবাদকর্মি, সাংস্কৃতিক গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ সহ সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী আয়োজনে বক্তারা বিদায়ী পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান পিপিএম এর দায়িত্ব পালনকারী সময়ে এক বছর চার মাসে সাতক্ষীরা ছিল শান্ত, আইন শৃঙ্খলার সামান্যতম অবনতি ঘটেনি। সন্ত্রাস, মাদক, জঙ্গী সহ নাশকতা মুক্ত সাতক্ষীরার চিত্র ছিল আমাদের বিদায়ী পুলিশ সুপারের সফলতা, সাতক্ষীরা বাসি আপনাকে মনে রাখবে, আপনার সহকর্মিরা আপনার নেতৃত্বে সাতক্ষীরা বাসিকে যে ভাবে সেবা দিয়েছেন তা অবশ্যই স্বরনীয় থাকবে। বিদায়ী পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান পিপিএম আবেগ অনুভূতি ব্যক্ত করার সময় হলভর্তি রুম পিনপতন নিরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমি বিজয়ের এই মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরন করছি, স্মরন করছি সকল শহীদকে। তিনি সাতক্ষীরা বাসি সহ জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি চেষ্টা করেছি সাতক্ষীরার জেলা বাসিকে ভাল রাখতে কতটুকু পেরেছি সে ভার জেলার সম্মানিত নাগরিকদের প্রতি রইলো। বঙ্গবন্ধু বলেছিলেন পুলিশ জনগনের হবে আমি সেটাই হতে চেয়েছি এবং হয়েছি। আজ বিদায়ের দিনে বলছি আমি সাতক্ষীরায় দায়িত্ব পালনে সর্বদা সতর্ক থেকে প্রতিটি জনপদে আমার পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করেছি। বিদায়ী বক্তৃতায় তিনি আবেগ তাড়িত হয়ে পড়েন। আমি অপরাধীদের সামান্যতম ছাড় দেইনি। বিদায় শেষে আবারও বলবো সাতক্ষীরা আমার প্রাণের জায়গা, সাতক্ষীরা আমার হৃদয়ের জায়গা, সাতক্ষীরার মাটি এবং মানুষ আমার অন্তঃরাত্মায় সর্বদা জাগ্রত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com