স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার কেএফডাব্লু এলজিইডির সিআর আইএস প্রজেক্টের আওতায় রাস্তা ও ড্রেইন নির্মান কাজের চুক্তি স্বাক্ষর এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১টায় পৌর মেয়রের কক্ষে উন্নয়নমূলক কাজের কার্যাদেশ প্রদান করেন পৌরসভার ভার প্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো: নাজিম উদ্দিন, বলান্তর ট্রেডিং লিঃ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে ঠিকাদার মোঃ ইকবাল জমাদ্দার। এসময় উপস্থিত ছিলেন,পৌর কাউন্সিলর মো: কায়সরুজ্জামান হিমেল, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মোঃ শফিকুল আলমবাবু, সংরক্ষিত নুরুজাহান বেগম নুরী, রাবেয়া পারভীন সহ পৌরসভার প্রকৌশলীবৃন্দ। সাতক্ষীরা পৌরসভার বহু কাঙ্খিত একটি অন্যতম প্রকল্প। পৌরসভার ১, ২, ৮, ৯ নং ওয়ার্ডে ৫,৯২৭ কিমিঃ রাস্তা এবং ১,৭৯৪ কিঃমিঃ ড্রেইন নির্মান করা হবে। এখানে ব্যায় ধরা হয়েছে পনের কেটি ছত্রিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা। এই প্রকল্পের মাধ্যমে শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকার পিচের রাস্তা আর সিসি ঢালাই রাস্তাসহ ড্রেন নির্মান করা হবে। এইকাজ বাস্তবায়ন হলে পৌরসভার চিত্র পাল্টে যাবে। সুফল ভোগ করবে ঐ এলাকার ভুক্তভোগী জনসাধারন।