স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতি। গতকাল বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে ভারপ্রাপ্ত মেয়র আলহাজ কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান, সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্ত, সাঃ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উ-দৌলা-সাগর, কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল। অপরদিকে একই সময়ে ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, সহ-সভাপতি শঙ্কর কুমার রায়, সাধাঃ সম্পাদক কিরন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার। এসময় ভারপ্রাপ্ত মেয়র সকলকে মিষ্টিমুখ করান।