স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পৌরসভায় প্রধান সড়কে ১০০ ওয়ার্ডের এলইডি সিস্টট লাইট স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট মোড়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি লাইট স্থাপন উদ্বোধন কালে বলেন, সাতক্ষীরা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন সড়কে এলইডি সিস্টিট লাইট বসানো হচ্ছে। এতে শহরের সকল সড়ক ব্যতিক্রম আলোকিত করবে। বাহির থেকে কেউ আসলে শহরের মনোরম পরিবেশ উপভোগ করবে। এই লাইটের জন্য শহরের যাতায়াত কারীদের নিরাপদে চলাচলের জন্য বাড়তি সুবিধা পাবে। একটি নান্দনিক শহর গড়তে কাজ করে যাচ্ছি। পৌরসভায় ৩০০শত লাইট স্থাপন করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিকুল আলম বাবু, শেখ শফিকউদ্দেলা সাগর, আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ আহম্মেদ, সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি কামরুল ইসলাম ফারুক, ডা: রুহুল ফরহাদ দিপু, সেনেটারী ইন্সেপেক্টর লাল্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।