সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের নারীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। শনিবার বিকেলে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নারীনেত্রী রেশমা খাতুন। রুমানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা কৃষকলীগের সহসভাপতি এড. আল মাহামুদ পলাশ, শাহজাহান আলী, আসাদুজ্জামান, প্রকাশ মন্ডল, জাহানারা পারভীন, ফিরোজা খাতুন, সুমনা খাতুন, রিপা খাতুন, ফজিলা খাতুন, তানিয়া পারভীন, আছমা খাতুন, শাহিনা খাতুন, সালেহা বেগম, শাহানারা বেগম, হাফিজা খাতুন, কুলসুম বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় এমপি সেঁজুতি বলেন, আমরা আরব বসন্ত দেখেছি। পৃথিবীর দেশে দেশে অশান্তি ছড়াতে পশ্চিমাদের বিভিন্ন তৎপরতা দেখেছি। দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে দেখেছি। গণতন্ত্র আর মানবাধিকারের নামে লাখ লাখ নিরাপদ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিতে দেখেছি। ফিলিস্তিনী মুসলমানদের নিশ্চিহ্ন করতে তাদেরকে প্রতিনিয়ত বিধ্বংসী মরণাস্ত্র পাঠাতে দেখে চলেছি। সেই গণতন্ত্র আর মানবাধিকারের প্রবক্তারা এবার বাংলাদেশে তাদের থাবা বসাতে চায়। এমপি সেঁজুতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা রক্ষায় নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।