স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাথে ৯নং ওয়ার্ডবাসীর বিভিন্ন নাগরিক অসুবিধা, সমস্যা সমূহ চিহিৃত করার লক্ষ্যে এবং সমাধানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের রসুলপুর প্রাথমিক বিদ্যালয় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম সভাপতির স্বাগত বক্তব্য বলেন, সাতক্ষীরা পৌরসভার সকল ওয়ার্ডে নাগরিকদের সমস্যা ও দাবি দাওয়া জানতে এ মতবিনিময়। আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের প্রকৃত সমস্যা সমাধানের চেষ্টা করবো। সকলের সম্মানিত প্রচেষ্টায় সুন্দর পৌরসভা গড়ে তুলতে হবে। নাগরিক কমিটির সর্বদা আপনাদের পাশে থাকবেন। আমরা কারোর পক্ষে নাই, নাগরিকদের জন্য কাজ করবো। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারন সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদস্য মো: নুরুল হক, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারাহা দিবা খান সাথী, কোষাধ্যক্ষ আশরাফুল করিম ধনি, ধর্ম সম্পাদক মোহাম্মাদ আলী সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক শফিউদ্দিন, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, রসুলপুর ও মেহেদীবাগ এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ, শিক্ষক আব্দুল মাজেদ, শিক্ষক মামুন হাসান, আব্দুস সামাদ, আতিয়ার রহমান, হাকীম রাজু আহমেদ, সুবল বিশ্বাস প্রমুখ। বক্তারা নিজ এলাকায় সুপিয় পানি, ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দকের রাস্তা, মধুমলারডাঙ্গী স্কুল নির্মান সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।