মীর আবু বকর ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভি জি এফ চাউল দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি চাউল বিতরণের উদ্ধোধন কালে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দুঃস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করেন। পবিত্র ঈদুল ফিতর আনন্দ ভাগাভাগি করতে দুঃস্থ অসহায় মানুষের জন্য চাউলের ব্যবস্থা করেছেন। সাতক্ষীরা পৌরসভা সকলকে না দিতে পারলেও বহু পরিবারের মুখে হাসি ফুটাতে পেরেছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু, কাউন্সিলর মোঃ কায়েছারুজ্জামান হিমেল, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান বেগম সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে সকল কাউন্সিলরবৃন্দ ভিজিএফ এর চাউল বিতরণ করেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৪৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ৪৬.২১০ মেট্রিক টন ভি জি এফ চাউল বিতরণ করা হচ্ছে।