স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পৌর কাউন্সিলরদের সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে পৌর সভায় নাগরিক কমিটির ও পৌর কাউন্সিলরদের যৌথ আয়োজনে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নেতৃত্বে নাগরিক কমিটির প্রতনিধি দল পৌর কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, পৌর সভার নাগরিকদের জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম সনদ, গ্রহন করতে চাইলে তাদের কাছে বিভিন্ন তথ্য দেখতে চাওয়া হচ্ছে। এতে নাগরিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কর আদায়ের জন্য বাড়ী বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এতে নাগরিকরা সেবা না পেয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পৌর সভার বিভিন্ন এলাকায় সঠিক ভাবে পানি সরবরাহ হচ্ছে না। পৌরবাসীর স্বার্থে নাগরিক সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত ও সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে পৌর মেয়ল ও কাউন্সিলদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহবান জানান। ঐ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চাইলে কাউন্সিলর বৃন্দ বলেন, পৌর নাগরিকদের সেবা নিশ্চিত করার দায়িত্ব পৌরসভার। জনগনের দুর্ভোগ লাঘবে সকল সিদ্ধান্ত গ্রহন করা হবে। নাগরিকরা যাতে দুর্ভোগ না পায় সেদিকে লক্ষ্য রেখে ঐ সকল বিল আদায় করতে হবে। আগামী ২০শে ফেব্র“য়ারী পর থেকে জনগনের দুর্ভোগ লাঘবে সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, রাবেয়া পারভীন, আনোযার হোসেন মিলন, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কায়সারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ মারুফ আহমেদ, শফিকুল ইসলাম বাবু, শফিক-উ-দ্দৌলা সাগর, নুরজাহান বেগম, অনিমা রানী মন্ডল, নাগরিক কমিটির সিনিযর সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হক, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক ও প্রেসক্লাব সম্পাদক মোহাম্মদ আলী সুজন, কামরুজ্জামান রাসেল, আব্দুর রব ওয়ার্ছি, সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দীন, নুরুল হক, ফারহা দিবা খান সাথী, খুরশিদ জাহান শিলা, ফরিদা আক্তার বিউটি, রেবেকা সুলতানা সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।