স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির মেয়র পদ থেকে অব্যহতি দিয়ে মেয়র পদটি শূণ্য ঘোষনা করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সূত্রে জানাগেছে, পৌর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে পৌর কাউন্সিলর বৃন্দ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন। পরে মোট তদন্তপূর্বক প্রমানিত হরে তাকে অব্যহতি দিয়ে মেয়র পদটি শূণ্য ঘোষণা করেন। একই সাথে প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজহ হাসান ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্রশাসুিনক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব অর্পন করেন। তাই ৯০ দিনের মধ্যে মেয়র পদে উপ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার সচিব বরারব চিঠি প্রদান করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়য়ের উপসচিব মো. আব্দুর রহমান পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন।