স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সরস্বতী পূজা উদযাপন পরবর্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক সহকারী শিক্ষা অফিসার বাসুদেব সানার সভাপতিত্বে উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির মহাসচিব প্রধান শিক্ষক পরিমল কুমার সরকার, প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, শিক্ষক নেতা পঙ্কজ কুমার বর্মন, সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী, কর্মচারী সমিতীর সাধারন সম্পাদক প্রদীপ কুমার মন্ডল প্রমুখ। প্রধান অতিথি বলেন বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপনের মাধ্যমে আমি বিশেষ ভাবে আভিভূত যে আমাদের মাঝে সত্যিকার অর্থে স¤প্রীতির সেতু বন্ধন যা জাতিস্বত্ত¡াকে শক্তিশালী করবে।