স্টাফ রিপোর্টার: হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক জেলা, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। গাছের চারা বিতরন অব্যাহত রেকেছে। তারই ধারাবাহিকথায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ২৯৫ টি গাছের চারা প্রদান করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন তিনি সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র-ছাত্রীর মাঝে নিজ হাতে গাছের চারা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা,সহকারি শিক্ষক সাদিয়া ইসলাম, কার্তিক রং, পিযুষ কান্তি, শাহানাজ পারভিন, কুলীন রায়, মো: আসরাফুল ইসলাম, রেবেকা সুলতানা, তাজমিন সুলতানা, সাজু রায়, পূজা দত্ত, মাহমুদা জামান, রহিমা খাতুন, সুশান্ত ঘোষ, বিশ^জিৎ। এছাড়া অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন। শেখ এজাজ আহমেদ স্বপন প্রতিদিনই গড়ছে নতুন নতুন উদাহরণ। যা আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্বল করছে।