স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদস্যদের অংশ গ্রহনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম.পি, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি কামরুল ইসলাম ফারুক, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অতিথিরা বক্তব্য রাখেন এবং ক্লাব ও সদস্যদের উন্নয়নে যথাযথ ও সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি এম.পি বলেন, প্রেসক্লাব হবে সার্বজনিন, সবপথের, সবমতের এবং কর্মরত সকল সাংবাদিকদের মিলন ক্ষেত্র। তিনি আরও বলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধতা, সৃষ্টিশীলতা এবং সুকুমার প্রবৃত্তির অব্যাহত চর্চা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা আওয়ামীলীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন সাতক্ষীরা প্রেসক্লাব বরাবরই ঐতিহ্য এবং স্বমহিমায় উজ্জ্বল, অতীতে প্রেসক্লাব নিজেকে যে ভাবে বিকশিত করেছে আগামীতেও তার ধারাবাহিকতা থাকবে বলে আশা প্রকাশ করেন। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রাক্তন সাধারন সম্পাদক মোজাফর হোসেন, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, শেষ কার্যকরী সদস্য সেলিম রেজা মুকুল, আঃ গফুর, তৌহিদুর রহমান ডাবলু, মাছুদুর জামান সুমন, শহিদুল ইসলাম, ডাঃ মহিদার রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, আনিছুর রহমান, জ্যোস্না আরা, জিয়াউর সেলিম বিন যাদু প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অপরাপর অতিথিরা প্রেসক্লাবে আগমন করলে সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সহ অপরাপর সদস্যরা স্বাগত জানান।