স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য পদ বঞ্চিত, প্রাপ্তি, সাধারন সভা, নির্বাচন কমিশন সহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ মো: নাসির উদ্দীন ফরাজীর আদালত যুগান্তকারী আদেশ দিয়েছেন। ফলে উক্ত আদেশের মাধ্যমে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য পদ বঞ্চিত যেমন বৈধ অধিকার ফিরে পেলো অনুরুপ সুষ্ট শান্তিপূর্ণ নির্বাচনের পথ উন্মুক্ত হলো। গতকাল আদালতের আদেশ পেয়ে প্রেসক্লাবের সদস্যদের মাঝে আশার সঞ্চার ঘটেছে এবং সাতক্ষীরার বিশ লক্ষাধীক মানুষের প্রতিনিধিত্বকারী প্রেসক্লাবের কার্যক্রম স্বাভাবিকতায় ফিরে আসবে এমনই ক্ষেত্র নিশ্চিত হয়েছে বলে মনে করছেন সাংবাদিকদের পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা। প্রসঙ্গত বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিষ্ঠিত সাংবাদিক নাসির উদ্দীন, সাংবাদিক জিএম ওমর ফারুক ও সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী প্রেসক্লাবের সদস্য পদের সব ধরনের যোগ্যতা অর্জন এবং কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সদস্য পদ প্রদান করার ক্ষেত্রে রেজুলেশন সম্পন্ন করা, প্রেসক্লাব সাধারন সম্পাদক কর্তৃক সদস্য প্রাপ্তীর পত্র প্রাপ্তী হয়ে প্রকাশিত ভোটার তালিকায় তাদের নাম না থাকায় সংক্ষুদ্ধ হয়ে গত ১৩/৪/২২ তারিখে উলেখিত তিন জন বাদী হয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে দরখাস্ত (মামলা) করে, উক্ত মামলায় বিবাদী করা হয় ঘোষিত নির্বাচন তফশীল পরবর্তি প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফুর সরদার, সদস্য খন্দকার আনিছুর ও সদস্য জাকির হোসেন লস্করকে একই সাথে প্রেসক্লাব সভাপতি মততাজ আহমদ বাপ্পী, সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন সহ কার্যকরী কমিটির অপরাপর সদস্য কে বিবাদী করা হয়। আদালত দীর্ঘ শুনানী অন্তে প্রেসক্লাবের রেজুলেশন খাতা সহ অপরাপর বিষয় পর্যবেক্ষন করেন, সাতক্ষীরার সাংবাদিক সমাজ সহ সুধীমহল অপেক্ষার প্রহর গুনছিলেন আদালতের আদেশের গতকাল আদালত আদেশ প্রদান করেন। আদেশে বলা হয়েছে বাদী দরখাস্থকারী পক্ষে ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধির ৩৯নং আদেশের ১-২ নং বিধি ও ১৫১ ধারা মোতাবেক আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তখানা এতদ্বারা ২ ও ৪নং বিবাদী- প্রতিপক্ষের বিরুদ্ধে দোতরফা শুনানীঅন্তে এবং ১-৩ ও ৬নং বিবাদী প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফা শুনানী অন্তে পরিবর্তিত আকারে “মঞ্জুর’ করা হলো। এই মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইং-২২/০৩/২২ তারিখে স্বাক্ষরিত ভোটার লিস্ট দ্বারা ইং ০৯/০৪/২২ তারিখে প্রকাশিত তফসিল অনুসারে সাতক্ষীরা প্রেসক্লাবের ২০২২-২৩ নির্বাচন অনুষ্ঠান করতে নিষেধ করা হলো। তবে উক্ত প্রেসক্লাবের সুষ্ঠ পরিচালনার জন্য পরবর্তী কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এই আদেশ পরবর্তি ৪৫ (পয়তালিশ) দিনের মধ্যে ইং ২১/০১/২২ তারিখের সভায় অনুমোদিত সাধারন সদস্যদের চাঁদা গ্রহন পুর্বক ভোটার তালিকায় অন্তুভূক্ত করে গঠনতন্ত্র অনুসারে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিবাদী প্রতিপক্ষ তথা বর্তমান কমিটিকে এতদ্বারা নির্দেশ দেওয়া হলো ব্যর্থতায় তাৎক্ষনিক তাদের কার্যকরী কমিটি বাতিল বলে গন্য হবে এবং সেক্ষেত্রে সাধারন পরিষদের সদস্যগন নির্বাচনের লক্ষে গঠনতন্ত্র অনুযায়ী সভা আহবান করে ফোরাম পুর্ণ করে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। বাদী দরখাস্তকারী পক্ষে রিকুইজিট দাখিল সাপেক্ষে তা ইস্যু করা হোক।