স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পত্রদূতের সম্পাদক মন্ডলীর সভাপতি, সাবেক অধ্যাপক প্রয়াত সাংবাদিক আনিছুর রহিমের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় দেওয়া হয়েছে। শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা সাবেক অধ্যাপক প্রয়াত সাংবাদিক মরহুম আনিসুর রহিমের জানাজার নামাজ গতকাল বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ডা: আফতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, মরহুমের মেজো ভাই আশরাফুর রহিম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি মমতাজ আহমেদ বাপী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর আমানুলাহ আল হাদী, দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী তহিদুর রহমান ডবলু, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ প্রমুখ। এর পূর্বে মরহুম আনিসুর রহিমের মরদহে আনা হয় প্রেসক্লাব চত্বরে। এ সময় মরহুম আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার নামাজ শেষে প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমকে শহরের কামালনগর সরকারী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এছাড়া শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাংবাদিক শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিভিন্ন ধর্মের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম।