১৪ই ফেব্র“য়ারি সোমবার ২০২২ইং সাতক্ষীরা প্রেসক্লাবে কার্য নির্বাহী কমিটির সভা হয়েছে মর্মে, প্রেসক্লাবের ই-মেইল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কিন্তু ঐ প্রেস বিজ্ঞপ্তিতে এ সভায় কারা কারা উপস্থিত ছিল তা উলেখ করা হয়নি। আমি সাধারন সম্পাদক হিসাবে ১৪ ফেব্র“য়ারি বেলা ১১.৩০ টায় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির একটি সভা আহবান করেছিলাম। কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারনে সম্মানিত সভাপতি সহ কার্য নির্বাহি কমিটির সকল সদস্য কে অবগত করে সভাটি স্থগিত করেছি। বিষয়টি সকলে অবগত। তাছাড়া করোনা পরিস্থিতির কারনে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারন সভা আয়োজন না করায় এই কমিটি বৈধ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন কতিপয় সদস্য। এমতোবস্থায় প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ রেখে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করাটাই বর্তমান কমিটির প্রধান কাজ। কিন্তু তা না করে এধরনের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যেহেতু প্রেসক্লাবের কার্য নির্বাহি কমিটির কোন বৈধ্য সভা অনুষ্ঠিত হয়নি। সে কারনে সদস্য পদ বাতিল ও যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। আমি সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যকে বর্তমান এই সংকট কালিন মুহুর্তে কারো কথায় বিভ্রান্ত না হয়ে ঐক্য বদ্ধ থাকার আহবান জানাচ্ছি।
মোহাম্মাদ আলী সুজন
সাধারন সম্পাদক
সাতক্ষীরা প্রেসক্লাব
মোবা: ০১৭১৬-৫৮২৪৮০