বিশেষ প্রতিনিধি \ সাতাক্ষীরা বাইপাস মোড় সড়ক সংযুক্ত তথাকথিত চেকপোস্ট বসিয়ে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির বিভিন্ন নির্যাতন ও হয়রানির প্রতিবাদে শ্যামনগর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ আগষ্ট বুধবার বিকাল ৫ টায় শ্যামনগর মাইক্রো স্টান্ডে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির বিভিন্ন নির্যাতন ও হয়রানির প্রতিবাদে শ্যামনগর মাইক্রো প্রাইভেট ও পিকআপ চালকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর থেকে সাতাক্ষীরার উদ্যেশ্য ছেড়ে যাওয়া মাইক্রো ও প্রাইভেট ড্রাইভারদের থামিয়ে চাঁদা দাবী করেন বাস মিনিবাস চালক সমিতির সদস্যরা। যদি কোন ড্রাইভার চাঁদা দিতে অক্ষমতা প্রকাশ করে তাহলে তাদেরকে অপমান করে শাররীক নির্যাতন করেন এবং অফিসে আটকিয়ে কাছে থাকা নগত টাকা সহ জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং চাঁদা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এমনকি অসুস্থ মূমূর্ষ রোগী থাকলেও তাদেরকে গাড়ী থেকে নামিয়ে দেন, সাধারন যাত্রীরা প্রতিবাদ করলে তাদেরকেও গাড়ী থেকে নামিয়ে অপমান ও শাররিক নির্যাতন করে কাছে থাকা বিভিন্ন জিনিসপত্র, টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বাস মিনিবাস মালিক সমিতির সদস্য শাহিন, শাহাজান, সোহাগ ও আক্তার এমন কর্মকান্ড প্রতিনিয়ত করেন বলে মানবন্ধনে জানান ড্রাইভারবৃন্দ। মানবন্ধন থেকে বাস মিনিবাস মালিক সমিতি এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে কোন ড্রাইভার, যাত্রী যাতে এমন হয়রানির স্বীকার না হয় সেজন্য সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করা হল। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর মাইক্রো প্রাইভেট চালক সমিতির সদস্য আবু মুসা, আব্দুল কাদের, সাইফুল, আশরাফুল, আব্দুল আজিজ, আব্দুল করিম, নূরুজ্জামান, খোকন, রুবেল, উৎপল, হারুন প্রমূখ।