স্টাফ রিপোর্টার ঃ আবাদের হাট বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও দৃষ্টিপাত সম্পাদক, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম। গতকাল জুম্মার নামাযের পূর্বেই বায়তুল আমান জামে মসজিদ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম প্রবেশ করলে মসজিদের সভাপতি ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক এসএম আবুল কালাম আজাদ, সেক্রেটারী মোঃ কেরামত আলী সহ অপরাপর মুসলীরা তাদেরকে স্বাগত জানান। জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কুরআন ও হাদিস, ইমান, আকিদা, দান, খইরাত, সম্পর্কে জ্ঞান গর্ভ আলোচনা কারেন। এ সম্পর্কে তিনি বলেন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কুরআন। এটি মানুষের সঠিক পথে চলার জন্য গাইডলাইন। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। পদ্মা সেতু হওয়ায় দক্ষিনঅঞ্চল তথা সাতক্ষীরা বাসীর ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আগামীতে জেলা পরিষদের পক্ষ থেকে মসজিদে একটি সম্মানজনক বরাদ্ধ প্রদান করা হবে। দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম বলেন, মসজিদ আলাহর ঘর। মসজিদের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি বাচ্চাদেরকে সাধারন শিক্ষার পাশাপাশি এলেম শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম আবুল কালাম আজাদ, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, মসজিদের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল গফফার ও আনোয়ার হোসেন ঢালী, কোষাধ্যক্ষ মোঃ ওছির উদ্দিন, ইমাম কারী আব্দুল কাদের, মুয়াজ্জিন মোঃ রুহুল আমিন, সহ মুসলীবৃন্দ। এছাড়া শিবপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য আব্দুল হাই সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।