সাতক্ষীরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে গতকাল দুপুরে জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী ও জেলা বিএনপির সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্ব শহরের হাটের মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম, আশাশুনি সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের সভাপতি মোঃ আবু জাহিদ ডাবলু, সাধাঃ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা শ্রমিক দলের সাধাঃ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,জেলা কৃষক দলের আহবায়ক মোঃ সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধাঃ সম্পাদক খুরশিদ জাহান শীলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধাঃ সম্পাদক এড কামরুজ্জামান ভূট্টো, যুগ্ম সাধাঃ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয়বাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড আকবর আলী, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন সহ জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি