স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কেজি রুপার গহনা আটক করা হয়েছে। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল সকাল সাড়ে ৮টায় বৈকারী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো: জাফর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বৈকারী থেকে ৫ কেজি রুপার গহনা উদ্ধার করে যার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৫০ হাজার টাকা। বিজিবি উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়, পলাতক চোরা কারবারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা হলেন সদরের বৈকারী মিলন সরদারের পুত্র মোঃ শাওন (২৭), বাবর আলীর পুত্র মো: কাসেদ আলী (৬০) ও মৃত নূর মোহাম্মাদ মোল্যার পুত্র মো: শামসু (৪২) সাতক্ষীরা ৩৩ বিজিবির সিও লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।