স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ৯টি স্বর্ণের বা সহ ১ চোরা কারবারীকে আটক করা হয়েছে। আটক চোরা কারবারী সদরের বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার পুত্র মো: আমজাদ হোসেন খোকন (৫০)। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে। গতকাল কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা দিয়ে স্বর্ণের বার ভারতে পাচারের জন্য চোরা কারবারী দল গমন করবে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি চৌকষ দল ঐ এলাকায় অবস্থান করে। পরবর্তীতে চোরাকারবারী আমজাদ একটি মটর সাইকেল আগমন করলে বিজিবি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে কোমর থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করে যার ওজন ১ কেজি ৪৪ গ্রাম, আনুমানিকমুল্য ১ কোটি ২লক্ষ ১০ হাজার ৩শত বিশ টাকা ও মটর সাইকেলের মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার কৃত স্বর্ণের বার ট্রেজারী অফিসে জমা পূর্বক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।