স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় এবার এ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ হারালো ১ গুরুতর আহত হলেন আরো ২ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল রাত সাড়ে ৯টায় শহরের অদূরে বাইপাস সড়ক ঘটে। নিহত শহরের পলাশপোল এলাকার আব্দুল কাদেরের পুত্র বজলুর রহমান (৫১), গুরুতর আহত হলেন ঐ এলাকার মহিউদ্দীন ড্রাইভারের পুত্র আব্দুস সালাম ও নজরুল ইসলামের পুত্র হাফিজুর রহমান। সদর হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুর রহমান জানান নিহত বজলুর সহ তারা তিনজন একটি মটর সাইকেলে বিনেরপোতা থেকে শহরে আসছিল। হঠাৎ পিছন থেকে একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স মটর সাইকেল কে ধাক্কা মেরে ফেলে দেয় এতে ঘটনাস্থানে ১ জন মারা যায় তারা ২ জন গুরুতর আহত হয়। তবে স্থানীয় ও সদর হাসপাতালে আগত ব্যক্তিরা দৃষ্টিপাতকে জানান, বিনেরপোতা সড়কে মাটি ফেলে রাস্তায় চলাচলে অনুপোযোগী করে ফেলেছে। সামান্য বৃষ্টি হলে আর যাত্রী সহ গাড়ী চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়। মাটিতে পাল্টি খেয়ে দূর্ঘটনা ঘটছে বলে ভূক্তভোগী মহল সড়ক থেকে দ্রুত মাটি অপসারনের দাবি জানান।