স্টাফ রিপোর্টার ঃ মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঐতিহাসিক দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়েঢ বীর সেনানীরা দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় এসেছিল। বিশ্বের বুকে নতুন দেশ বাংলাদেশ আত্মপ্রকাশ ঘটে। আমরা পাই একটি স্বাধীন দেশ স্বাধীন ভাবে কথা বলার অধিকার। মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে। প্রত্যুষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এর মাধ্যমে জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে বিজয় কর্মসূচী শুরু করে। পরে শহিদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া, একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। পরে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম, অতি: জেলা ও দায়রা জজ মো: রেজাউল করিম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদাউস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুঁইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিডি আবুল হাসেম সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সময়ে কুচকাওয়াজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহিদ আব্দুর রাজ্জাকের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুময়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, পৌরসভার সিও মো: নাজিম উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। বেলা ১২টায় পৌর দীঘীতে হাঁসধরা প্রতিযোগিতা, বিকালে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহনে খেলা। একই সময় সাতক্ষীরা স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবসের দিন ব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়।