স্টাফ রিপোর্টার : সাতক্ষীরাতে ১৫তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণনাগরিক হিসেবে পরিচয় পত্র দিয়েছে। প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের নিয়ে কাজ করে বিশে^র দরবারে অনন্য স্বীকৃতি পেয়েছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডা. এস,এম হাবিবুর রহমান, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম, রফিক, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদফতর’র সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।