স্টাফ রিপোর্টার: বিসিএস সাধারন শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ইউনিট সর্বাত্মক কর্ম বিরতি পালন করার অংশ হিসেবে গত ১০ ও গতকাল ১১ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে। ক্যাডার বৈষম্য নিরসন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন সুপার নিউ পদে পদোন্নোতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরন, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসলি ভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনয় পদ সুজনসহ বিসিএস শিক্ষা ক্যাডারের সকল ন্যার্য দাবি আদায়ে লক্ষে সর্বাত্মক কর্ম বিরতিতে দাবী, অধিকার ও বৈষম্য বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারন শিক্ষা সমিতি সাতক্ষীরা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু সহ অন্যান্য শিক্ষরা।