স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ভোমরায় ব্যবসায়ীকে আটক রেখে নির্যাতনের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। এঘটনায় ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও শহরের বাসিন্দা এএসএম মাকসুদ খান, তার ম্যানেজার ভোমরার বাসিন্দা মহসিন। ঘটনাটি শুক্রবার সদরের ভোমরা বন্দর এলাকায় ঘটে। গতকাল ভুক্তভোগী সাউদ বাদী হয়ে সদর থানায় মাকসুদ খান, ম্যানেজার মহসিন, কর্মচারী আকাশ হোসেন, আজিজুল ও রাকিব কে আসামী করে মামলা করে। মামলা সূত্রে জানাগেছে, চট্টগ্রাম হাটহাজারির বাসিন্দা সাউদ সাদাতকে ১৩ দিন পুর্বে ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশন সাধা: সম্পাদক মাকসুদ খানের ম্যানেজার ভোমরা গ্রামের মহসিনের বাসায় আটক রাখে নির্যাতন করে। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাকে উদ্ধার করে। গতকাল বেলা সাড়ে ১২টায় পুলিশ মাকসুদ খান কে শহরের আমতলা মোড় এলাকা থেকে আটক করে এবং ঐ দিন মহসিন কে আটক করে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধা: সম্পাদক মাকসুদ খান দৈনিক দৃষ্টিপাতকে জানান ব্যবসায়ী সাউদ সাদাতের সাথে ব্যবসা চলছিল। তার কাছে ১ কোটি ২৩ লক্ষ টাকা পাওনা হয়। ১৭ সেপ্টেম্বর ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ার জন্য সে মিথ্যা কথা বলছে। সে ম্যানেজার মহসিনের সাথে ছিল। তার কোন নির্যাতন করা হয়নি। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।