স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পৌরসভার মধুবাগ আবাসিক এলাকায় অসহায় পরিবারের মাঝে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। মধুবাগ আবাসিক এলাকার উন্নয়ন কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০ টায় মধুবাগ এলাকার বাসিন্দা অসহায় বোরহান উদ্দিন কে ভ্যান গাড়ি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। তিনি বলেন, মধুবাগ উন্নয়ন কমিটি দীর্ঘদিন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বহু পরিবার তাদের সাহায্যের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এই এলাকায় দীর্ঘদিন পর একটি নান্দনিক রাস্তা নির্মাণ হবে। এটি নির্মাণের পর এখানে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। মধুবাগ আবাসিক এলাকার উন্নয়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের পৌর সাধাঃ সম্পাদক মোঃ নুরুল হক। তিনি বলেন, এলাকার অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এখানের কোন ব্যক্তির সমস্যার কথা শুনলে আমরা সম্মিলিতভাবে তাকে সহায়তা করে থাকি। অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বই খাতা প্রদান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহায়তা প্রদান করে যাচ্ছি। আমাদের মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। মানবাধিকার কমিশনের পৌর সভাপতি মোঃ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুস সালাম, ডাঃ এ এফ এম একরামুল হক, এড. আবু বকর সিদ্দিক,পরিবার পরিকল্পনা অফিস সুপার মোঃ আবু তালেব, পেশকার এস এম আব্দুল জলিল, সাবেক বিজিবি কর্মকর্তা সিরাজুল হক, নওশের আলী,আব্দুস সবুর, মোঃ মিলন হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ আনিসুর রহমান, গোলাম মোস্তফা, মঞ্জুরুল আলম, আমিনুর ইসলাম সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।