স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পৌরসভার মধুমল্লার ডাঙ্গী সমাজকল্যাণ সংঘের মতবিনিময় ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ সংঘের অয়োজনে গতকাল দুপুরে শহরের ৯নং ওয়ার্ড মধুমল্লার ডাঙ্গী ডাঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আলীগের সহ সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ওয়ার্ড আলীগের সভাপতি সমীর কুমার বসু, কমিটির সহ-সভাপতি প্রফেসর অরবিন্দু মল্লিক, বৃটিশ চন্দ্র রায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী তুষার রায় চৌধুরী, ব্যবসায়ী স্বপন কুমার সরকার, উপদেষ্টা নজরুল ইসলাম। সভা শেষে সর্বসম্মতিক্রমে মধুমল্লার ডাঙ্গী সমাজকল্যাণ সংঘের নতুন কমিটির নাম ঘোষণা করেন কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর। কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি ডাঃ আব্দুস ছাত্তার, সহ-সভাপতি প্রফেসর অরবিন্দু মল্লিক, বৃটিশ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, সাধাঃ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সরকার, সহ-সাধাঃ সম্পাদক ডাঃ নাজমুস সাকিব ব্রাইট,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ সাজ্জাদ, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান শরিফ, দপ্তর সম্পাদক মোঃ তানভীর আলম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ নাজমুস সাকিব ব্রাইট। কমিটির নেতৃবৃন্দ এবং গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।