স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২২ উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় শহরের রসুলপুর মেহেদীবাগে মাসজিদে কুবায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে নতুন কেন্দ্র উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত। এসময় তিনি বলেন, ভিটামিন শিশুদের শুধু রাতকানা রোগ থেকে রক্ষা করো না, এটি শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন এ ক্যাপসুল অভাবে শিশুর মৃত্যুও হতে পারে এটি গ্রহণে মৃত্যুর হার অনেক অংশে কমে। তিনি আরো বলেন, ০-৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন খাওয়াতে হবে। শিশুদের শরীরের গ্রোথ সক্ষমতা বৃদ্ধি করে। মেহেদীবাগ এলাকায় মনোরম পরিবেশে সুন্দর একটি কেন্দ্র হয়েছে। আপনার শিশুদের নিয়ে আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এখন থেকে স্বাস্থ্য সম্পর্কিত সকল ক্যাম্প এখানে পরিচালনা করা হবে। সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। আপনাদের নিকটস্থ অপরাপর অভিভাবকদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার জন্য উৎসাহিত করুন। দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও মাসজিদে কুবার সভাপতি জিএম নুর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক জগদীশ হালদার, স্বাস্থ্য সহকারি হালিমা খাতুন, মাসজিদে কুবার কোষাধক্ষ্য মোঃ আব্দুল করিম, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মোয়াজ্জিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সকাল থেকে দিনভর অত্যন্ত সুশৃংখলভাবে এখানে ভিটামিন এ খাওয়ানো হয়। নতুন এই কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পেরে অভিভাবকরা মসজিদ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।