স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মহিলা বিষয়ক দপ্তরের উপ পরিচালকের দায়িত্ব গ্রহণ করলে নাজমুন নাহার। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তঅর পাশাপাশি অতি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহিলা বিষয়ক দপ্তর সাতক্ষীরার উপ পরিচবালক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। জেলার মহিলা বিষয়ক দপ্তরের অতি আলোকিত এবং সৃষ্টিশীল কর্মকর্তা নাজমুন নাহার উপ-পরিচালকের দায়িত্ব পাওয়ায় দপ্তরটির সব ধরনের কর্মযজ্ঞে গতি সঞ্চার হবেন এমটি মনে করেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী শিক্ষার্থী নাজমুন নাহার মহিলা বিষয়ক কর্মকতা হিসেবে জেলার অভ্যন্তরে ও জেলার বাইরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। গতকাল জেলার উপজেলার মহিলাবিষয়ক অফিসার ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।