স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ভারতীয় ২৫ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী শহরের অদূরে বাঁকাল শেখপাড়া গ্রামের শেখ মোজাফফার হোসেনের পুত্র শেখ গোলাম মোস্তফা (২৫)। জানাগেছে, মাদক ব্যবসায়ী মোস্তফার বাসায় ফেনসিডিল বিক্রয়ের প্রস্তুতি চলছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে একট চৌকস টিম তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে পরবর্তীতে সদর থানায় মামলা পুর্বক আসামীকে হস্তান্তর করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিডি মোঃ হাশেম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।