স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। শহরের মেহেদীবাগ মাসজিদে কুবা ইসলামিক সাংস্কৃতিক ও সেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় গতকাল বাদ জোহর মসজিদ চত্বরে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। তিনি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন কালে বলেন, প্রচন্ড শীতে দুঃস্থ অসহায় খেটে খাওয়া মানুষেরা চরম দূর্ভোগে পড়েছে। তাদের পাশ সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মাসজিদে কাম কমপ্লেক্সে শীতবস্ত্র (কম্বল) বিতরনের যে উদ্যোগ গ্রহন করেছে এটি অবশ্যই প্রশংসনীয়। মাসজিদে কুবা কমপ্লেক্সে মানবিক কর্মকান্ড অব্যাহত রাখায় কমিটির নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাসজিদে কুবার প্রতিষ্ঠাতা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত তৈয়েব হাসান বাবু, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু, যুব সংহতির সভাপতি আশিকুর রহমান, মাসজিদের উপদেষ্টা সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল কারিম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, আবু জাফর, শফিকুল ইসলাম, মামুন, আবুল হাসান, আব্দুল জব্বার, মোয়াজ্জিন আব্দুস সবুর প্রমুখ। এছাড়া মসজিদ কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাসজিদের কুবার ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহমুদুর রহমান। উল্লেখ্য মাসজিদে কুবা কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় কুরআন শিক্ষা, হিফজুল কুরআন প্রতিযোগিতা, আযান ও কেরাত প্রতিযোগিতা, বিভিন্ন সেবামূলক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে চক্ষু চক্ষু চিকিৎসা শিবির, পাঠাগার ব্যবস্থাপনা, ভিটামিন ও টীকা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। মাসজিদে কুবা কমপ্লেক্সের সুনাম ও সুখ্যাতি সাতক্ষীরা সীমানা পেরিয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। জুম্মা ও ওয়াক্ত নামাজে মুসল্লীরা কুবা মুখী হয়।