মীর আবু বকর \ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উদ্বোধন হয়েছে। “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এবং সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে সপ্তাহ ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীরা সরাসরি মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা প্রদান করেন। গর্ভবতী মাকে স্বাস্থ্য পরীক্ষা সহ সকল পরামর্শ প্রদান করে। মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে অপারেশন সহ ঔষধ সরবরাহ করা হয়। পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মীদের তদারকের জন্য মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু এখন আর নাই বললে চলে। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আজ থেকে আবার নতুন রুপে সিজারিয়ান অপারেশন করা হবে। আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে। আপনাদের কর্মকাণ্ড পরিচালনার জেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করে যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক গাজী বশির আহমেদ, সহকারী পরিচালক ডাঃ বি এম দ্বিন মোহাম্মদ, সরকারি কমিশনার পলাশ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডাঃ লিপিকা বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সেলিম, এম ও এমসিএইচ ডাঃ জয়ব্রত ঘোষ, সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশফিয়াতুন নাহার সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলেখ্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামী ২২ শে ডিসেম্বর পর্যন্ত চলবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান সহকারী জিলুলর রহমান।