ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ ৭ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন জাতীয় পাটির উদ্যেগে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক স্কুলের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো: শামসুর রহমান সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর কবির, ফিংড়ী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোঃ হুমায়ূন কবির,ধুলিহর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আরশাদ আলী,সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাতীয় পাটির নেতা আলিম চৌধুরী, আঃ রাজ্জাক, আনোয়ার আলী, সোবহান সরদার, রবিউল ইসলাম রবি, আছাফুর রহমান, হযরত আলী, বিকাশ কুমার সাহা,করিম থান্দারসহ জাতীয় পাটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পাটিসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা জাতীয় পাটির যুগ্ম প্রচার সম্পাদক কানাই লাল সাহা কানু।